কাঁপুনি দিয়ে জ্বর, শুটিং সেটে হঠাৎ অসুস্থ জিতু কামাল, ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: জনপ্রিয় অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) গুরুতর অসুস্থ। মঙ্গলবার ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন আচমকাই বুকে ব্যথা ও কাঁপুনি দিয়ে জ্বর অনুভব করেন তিনি। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ি জানিয়েছেন, জিতুর অসুস্থতার খবর সত্যি। ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর পাশাপাশি ‘এরাও মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জিতু। একটানা কাজের চাপই তাঁর অসুস্থতার কারণ বলে মনে করা হচ্ছে।
গত বছর ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে এ বছর পেশাগতভাবে একের পর এক সাফল্য অর্জন করেছেন জিতু কামাল। মাস কয়েক আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ‘গৃহপ্রবেশ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ছবিটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে।