BJP শাসিত ওড়িশায় ‘গণপিটুনি’তে মৃত জুয়েল রানার মাকে চাকরি রাজ্যের

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৪: কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশায় সম্বলপুরে ‘গণপিটুনি’তে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মাকে চাকরি দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে সাংসদ খলিলুর রহমান মৃত জুয়েলের মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। জানা যাচ্ছে, জুয়েলের মা নাজেমা বিবিকে সুতি ১ নম্বর ব্লকের বিএলআরও অফিসে অ্যাটেন্ডেট হিসাবে নিয়োগ করা হয়েছে।

মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের চকবাহাদুরপুর গ্রামের বাসিন্দা জুয়েল রানা (Jewel Rana) রাজমিস্ত্রির কাজে ওড়িশার সম্বলপুরে গিয়েছিলেন। অভিযোগ, বাংলায় কথা বলায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর ও তাঁর সঙ্গীদের উপর চড়াও হন। তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গালিগালাজ করা হয়। জুয়েল ও তাঁর সঙ্গীরা নিজেদের ভারতীয় পরিচয়পত্র দেখালেও কাজ হয়নি। সঙ্গীরা পালিয়ে গেলেও জুয়েলকে বেধড়ক মারধর করা হয়, যার জেরে প্রাণ হারান জুয়েল। পুলিশ পর তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা করার অভিযোগ উঠছে। ডবল ইঞ্জিন ওড়িশায় লাগাতার বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহে বহু শ্রমিক রুজি-রুটির জায়গা ছেড়ে বাংলায় ফিরে এসেছেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen