ভারতকেই নিরাপদ মনে করছেন আফগান পড়ুয়ারা

বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভিসার মেয়াদ শেষের পর কেউ এ দেশে থাকতে পারেন না। এর পাশাপাশি পাসপোর্টের মেয়াদও রয়েছে।

August 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাড়ি ফিরতে চান না ওঁরা। আপাতত ভারতেই আশ্রয় চাইছেন। আফগানিস্তান (Afghanistan) তালিবানের দখলে যেতেই উৎকণ্ঠায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আফগান পড়ুয়ারা (Students)। ভিসার মেয়াদ বাড়িয়ে এ দেশেই থাকতে চান তাঁরা। 

সংবাদ সংস্থা এএনআই-কে আফগান ছাত্ররা জানিয়েছেন,’ভিসার মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফিরতে চান না। সেখানে গেলেই মৃত্যু অথবা কারাবন্দি হতে হবে। আবার এখানে থেকে কলেজ ফি জোগাড়ও মুশকিল।’ ২৩ সেপ্টেম্বর হস্টেল ছাড়তে হবে টার্মিনাল ছাত্রদের। আফগানিস্তান থেকে আর টাকা পাঠানো সম্ভব নয়। ফলে অন্য জায়গায় থাকা বেশ কঠিন আফগান ছাত্রদের। 

জালালউদ্দিন নামে এক ছাত্রের কথায়,’পরিস্থিতি অত্যন্ত কঠিন। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বুঝে ভিসা মেয়াদ বাড়াবে। এখন সত্যিই জানি না কী করব।’ সফিক সুলতান নামে আর এক ছাত্র বলেন, ‘আমার ভিসার মেয়াদ হচ্ছে ৩১ ডিসেম্বর। এখানে আসার আগে সরকারি কর্মী ছিলাম। আমি নিশ্চিত দেশে ফিরে গেলে ওরা কারাবন্দি করবে। পরিবারের সঙ্গে দেড় সপ্তাহ কথা বলতে পারিনি। দুশ্চিন্তা বাড়ছে।’     

বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভিসার মেয়াদ শেষের পর কেউ এ দেশে থাকতে পারেন না। এর পাশাপাশি পাসপোর্টের মেয়াদও রয়েছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে পড়াশুনোর জন্য কেউ ভিসা পাবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen