১৬ই সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি মহকুমায় শুরু হবে তৃণমূলে যোগদান পর্ব

সম্প্রতি রাজ্যের অন্যান্য জেলার মতো শিলিগুড়িতেও সংগঠনে রদবদল করেছে তৃণমূল।

September 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

১৬ সেপ্টেম্বর থেকে ফের বিভিন্ন দলের নেতা-কর্মীদের দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি শুরু হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই শিলিগুড়ি মহকুমায় বিজেপি সহ অন্যান্য দল থেকে বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু, সম্প্রতি এঁদের মধ্যে কয়েকজনের কিছু কার্যকলাপে বিতর্ক ওঠায় শিলিড়িতে যোগদান পর্ব স্থগিত রাখা হয়েছিল। দলে আর যাতে বোনোজল ঢুকতে না পারে, সেজন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যোগদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল বলে জানিয়েছেন দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। রবিবার তিনি বলেন, আমরা আবার ১৬ সেপ্টেম্বর থেকে যোগদান কর্মসূচি শুরু করছি। বেনোজল ঢুকে পড়ে যাতে সংগঠনকে দুর্বল বা কালিমালিপ্ত করতে না পারে, সেজন্য আমরা বেশকিছু সিদ্ধান্ত নিয়েছি।


সম্প্রতি রাজ্যের অন্যান্য জেলার মতো শিলিগুড়িতেও সংগঠনে রদবদল করেছে তৃণমূল। দলের নতুন জেলা সভানেত্রী হয়েছেন পাপিয়া ঘোষ। অলোক চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়েছে। দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে কোনও নির্বাচনেই তৃণমূল জিততে না পারায় তাদের কাছে এই দায়িত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অলোকবাবু।


সেজন্য দায়িত্ব নিয়েই দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়ার দিকে যেমন তারা জোর দিচ্ছেন, তেমনই নতুনদের দায়িত্বে আনার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু, বেনোজল ঢুকে গেলে এই পরিকল্পনা ভেস্তে যাবে। অলোকবাবু বলেন, দলে যোগদানের ক্ষেত্রে এবার থেকে স্থানীয় স্তরে ব্লক কমিটির অনুমোদন পাওয়ার পর সেই অঞ্চলের অন্য দলের নেতা-কর্মীদের দলে নেওয়া হবে। কারণ, আগামী শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে কাজে নেমে পড়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen