প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক বিনোদ দুয়া

চলে গেলেন বর্ষীয়ান সাংবাদিক বিনোদ দুয়া

December 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলে গেলেন বর্ষীয়ান সাংবাদিক বিনোদ দুয়া। খানিক আগে তাঁর মেয়ে মল্লিকা তাঁর বাবার পরলোক গমনের কথা প্রকাশ করেছেন।

৬৭ বছরের বিনোদ দুয়া সাংবাদিক হিসাবে দীর্ঘদিন দূরদর্শন এবং এনডিটিভিতে কাজ করেছেন। হিন্দি সংবাদ পাঠের ইতিহাসে তাঁকে অন্যতম পথপ্রদর্শক মনে করা হয়। তাঁর স্ত্রী রেডিওলজিস্ট পদ্মাবতী দুয়া কোভিডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে চলতি বছরের জুন মাসে প্রয়াত হন।

চলতি বছরের শুরুতেই প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও, গত এপ্রিল মাস থেকে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। আজ তাঁরা কন্যা মল্লিকা দুয়া জানিয়েছেন, তাঁর বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনি আইসিইউতে ছিলেন।

বিনোদ দুয়ার এক মেয়ে বকুল দুয়া একজন ক্লিনিকাল সাইকোলজিস্ট, আরেকজন মেয়ে মল্লিকা দুয়া কৌতুক অভিনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen