টয় ট্রেনে বসে জঙ্গল সাফারি, ফের শুরু পরিষেবা

January 12, 2026 | < 1 min read

 

ফের চালু হল টয় ট্রেন জঙ্গল সাফারি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই বিশেষ পরিষেবা নতুন করে শুরু করল। আশা করা হচ্ছে, পাহাড়প্রেমী ও ডুয়ার্সমুখী পর্যটকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠবে এই পরিষেবা।

আপাতত ঠিক হয়েছে, সপ্তাহে প্রতি শনিবার ও রবিবার এই জঙ্গল সাফারি চলবে। শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি, টয় ট্রেনে চেপে একদিনের প্যাকেজ সফরের সুযোগ পাবেন পর্যটকেরা। মাথাপিছু ভাড়া ২,২০০ টাকা। আপাতত সাত বছরের চুক্তিতে এই জঙ্গল সাফারি পরিষেবা চালানো হবে। শনি–রবিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনেও পরিষেবা মিলবে। জানা গিয়েছে, সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে সরাসরি গয়াবাড়ি পৌঁছবে টয় ট্রেন। শুরুতেই যাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা রাখা হয়েছে। সুকনা, রংটং, পাগলাঝোরা ও তিনধারিয়ার মতো পরিচিত স্টেশন ছুঁয়ে যাবে ট্রেনটি। গয়াবাড়িতে পৌঁছে যাত্রীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকছে। সন্ধ্যায় চা বা কফির সঙ্গে পরিবেশন করা হবে দার্জিলিংয়ের জনপ্রিয় মোমো। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি কামরায় মহিলা কর্মী থাকবেন।

উত্তরবঙ্গের চা-বাগান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদির স্বাদ মিলবে যাত্রাপথে। শিলিগুড়ি থেকে গয়াবাড়ি যাওয়ার পথে মহানন্দা সংরক্ষিত বনাঞ্চল পড়ে। ট্রেনে বসেই বুনো হাতির পাল, বাইসন, হরিণ সহ অন্য বন্যপ্রাণীর দেখা মিলতে পারে। এই ট্রেন সফর পর্যটকদের কাছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আকর্ষণ আরও বাড়বে বলে আশা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen