সামনে নির্বাচন, এবার মমতার সমর্থনে গান বাঁধলেন কবীর সুমন

সুমনের ওই গানে যেমন ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের কথা আছে, তেমনই আছে সাইকেল চালিয়ে গ্রামের পড়ুয়াদের স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরার কথাও।

March 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একদা তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। তার পর তিনি আর ভোটে দাঁড়াননি। সক্রিয় রাজনীতি থেকে নিজেকে খানিকটা গুটিয়েই নিয়েছিলেন। ব্যস্ত ছিলেন (এখনও আছেন) মূলত বাংলা খেয়াল নিয়ে। তবে গত লোকসভা ভোটে রাজ্যে বিজেপি-র উত্থানের পর থেকে তিনি আবার তাঁর রাজনৈতিক অবতারে সক্রিয় হয়েছেন। কবীর সুমনের সেই অবতারই লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে নতুন গান। গানের কথা নেটমাধ্যমে ‘শেয়ার’ও করেছেন সুমন।

ছ’টি অনুচ্ছেদের ওই গানে সুমন লিখেছেন মমতা এবং তাঁর সরকারের আমলে রাজ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা। বুধবার সকালে ওই গানটি নেটমাধ্যমে দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘বাংলা ও মমতার জন্য আমার গান। সুর করে নিয়েছি। রেকর্ড করার কথা আসছে শনিবার। অ্যারেঞ্জমেন্ট আমার। গাইবেন নবীনরা— সঙ্গে এই বুড়ো’। পাশাপাশিই ‘নাগরিক কবিয়াল’ লিখেছেন, ‘লিরিকটি কপি করলেন ও ছবি তুলে দিলেন সৌমী বসু মল্লিক’।

দুপুরের আগে পর্যন্ত গানটি নেটমাধ্যমে সুমনের অ্যাকাউন্ট থেকে ‘শেয়ার’ হয়েছে। কিছু কিছু ‘কমেন্ট’ও জমা পড়েছে। সুমনের ওই গানে যেমন ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের কথা আছে, তেমনই আছে সাইকেল চালিয়ে গ্রামের পড়ুয়াদের স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরার কথাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen