সুন্দরবনের প্রথম মহিলা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের ‘পিস কিপিং মেডেল’ জয় কাকলি মান্নার
রাষ্ট্রসঙ্ঘের তরফে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের সদস্যাকে সম্মানিত করা হল। আপাতত কঙ্গোতেই আছেন কাকলি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুন্দরবনের প্রথম মহিলা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের ‘পিস কিপিং মেডেল’-এ সম্মানিত হলেন কাকলি মান্না। কাকলি রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে আফ্রিকার কঙ্গোয় গিয়েছিলেন। জঙ্গি দমনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের তরফে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের সদস্যাকে সম্মানিত করা হল। আপাতত কঙ্গোতেই আছেন কাকলি। আগামী ১ মে ফেরার কথা ছিল। কিন্তু নতুন করে জঙ্গি হামলা হওয়ায় আরও কিছুদিন থেকে যেতে হবে।
সমগ্র সুন্দরবন এলাকার প্রথম কেউ এই পুরস্কারে ভূষিত হলেন। কাকলিদেবীর সাফল্য গোটা এলাকা অত্যন্ত খুশি। বিএসএফের জওয়ানের সাফল্যে খুশি তাঁর পরিবারের সকলে, বাবা-মা, ভাই। কাকলিদেবীর অপেক্ষায় দিন গুনছে গোটা সুন্দর।