কালনা: জানেন কি শতাব্দী প্রাচীন রাধাগোবিন্দের স্নানযাত্রার অজানা ইতিহাস?

এই পরিক্রমা ও স্নানযাত্রায় কালনা সহ হুগলি ও নদীয়া জেলার বহু ভক্ত অংশগ্রহন করেন।

November 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্য এবং রীতি নিয়ম মেনে আজও কালনা শহরের মহাপ্রভু মন্দিরের রাধাগোবিন্দের মহাস্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দিরের আরধ্যকে কাঁধে চড়িয়ে নগর পরিক্রমা করা হয়। এরপর ভাগীরথী নদীর পাড়ে কালনা ফেরিঘাট এলাকায় সারা হয় স্নানপর্ব। এই পরিক্রমা ও স্নানযাত্রায় কালনা সহ হুগলি ও নদীয়া জেলার বহু ভক্ত অংশগ্রহন করেন।

শোনা যায়, প্রাচীন মহাপ্রভু মন্দিরে নৌকায় এসেছিলেন শ্রী চৈতন্যদেব। তাঁর সেই স্মৃতি বিজড়িত নৌকার বৈঠা ও চৈতন্য মহাপ্রভুর নিজ হাতে লেখা পুঁথি আজও মন্দিরে সংরক্ষণ করা আছে। প্রভুর চরণচিহ্ন যুক্ত বিশ্রামস্থল তেঁতুলতলাও রয়েছে এই মন্দির প্রাঙ্গনে। চৈতন্য মহাপ্রভু জীবদ্দশায় প্রথম গৌড় নিত্যানন্দ মহাপ্রভুর যুগল দারু বিগ্রহ কালনা মহাপ্রভুর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন, যা প্রায় ৫০০ বছর প্রাচীন। নিত্যদিনই মন্দিরে মহাপ্রভু দর্শনার্থে দেশ-বিদেশের বহু পর্যটক ও ভক্তপ্রাণ মানুষের সমাগম হয়। শুক্রবার প্রভুর মহাস্নানযাত্রা উপলক্ষ্যে বিশেষ ভোগের আয়োজন করা হয়ে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen