বক্স অফিসে ঝড় তুলেছে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’, কোন দৃশ্যের বিরাট ভুলে তোলপাড় নেটদুনিয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। দক্ষিণ থেকে উত্তর- প্রেক্ষাগৃহে দর্শকের ঢল সামলানোই দায়। দশেরায় মুক্তি পাওয়া ঋষভ শেট্টি পরিচালিত ও অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ মাত্র দু’ সপ্তাহে বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসা করেছে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে একবাক্যে প্রশংসা পেলেও, এ বার সেই সিনেমাই চর্চায় এসেছে এক অদ্ভুত ভুলের কারণে।
চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে নিখুঁত নান্দনিকতা, ঐতিহাসিক নির্ভুলতা বজায় রাখার জন্য পরিচিত ঋষভের কাজ। কিন্তু এবার তাঁর এই পিরিয়ড ড্রামা ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এ এমন এক দৃশ্য ধরা পড়েছে, যা নজর এড়ায়নি তীক্ষ্ণদৃষ্টি দর্শকদের। সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘ব্রহ্মকলস’-এর সময়, এক দৃশ্যে মাঠে বসে পাত পেড়ে ভোজনের দৃশ্যের মাঝেই দেখা গিয়েছে ২০ লিটারের একটি প্লাস্টিকের জলের ড্রাম!
সমস্যা হল, গল্পের সময়কাল চতুর্থ শতাব্দী, যে যুগে মানবসভ্যতায় প্লাস্টিকের অস্তিত্বই ছিল না। ফলে এই ভুলটি এখন নেটিজেনদের কটাক্ষের কেন্দ্রে। কেউ লিখেছেন, “তিন বছর ধরে তৈরি এমন এক নিখুঁত পিরিয়ড ড্রামায় এত বড় ভুল চোখ এড়াল কেমন করে?” আবার কেউ রসিকতা করে বলেছেন, “এই তো, কান্তারাই প্রথম প্লাস্টিকের ড্রাম আবিষ্কার করেছিল!”
কেউ তুলনা টেনেছেন ‘গেম অফ থ্রোনস’-এর সেই বিখ্যাত “কফি কাপ ব্লুপার”-এর সঙ্গে। কেউ আবার হেসে বলেছেন, “এই তো কান্তারার ‘স্টারবাকস মোমেন্ট’!” নিন্দুকদের একাংশের মতে, এটা নির্মাতাদের অবহেলা নয়, বরং এডিটরের চোখ এড়িয়ে যাওয়া একটি ক্ষুদ্র ভুল। তাঁদের পরামর্শ – “সেই দৃশ্যটি কেটে দিলেই সব মিটে যেত।”
তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবুও দর্শকের আগ্রহে ভাটা নেই। বরং বিতর্ক যেন আরও বাড়িয়েছে ছবির প্রচার।
শেষমেশ বলা যায়, একটি প্লাস্টিকের ড্রাম যতই নেটদুনিয়ায় ঝড় তুলুক না কেন, ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ যে ভারতীয় সিনেমায় নতুন অধ্যায় লিখে ফেলেছে, সে বিষয়ে সন্দেহ নেই।