কন্যাশ্রী প্রকল্প নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল, আবেদন গ্রহণ তিন কোটি

এই প্রকল্পের সুবিধা নিতে ছাত্রীদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে। কে ওয়ান, কে টু এবং কে থ্রি- তিনটি ক্ষেত্রেই ছাত্রীদের আবেদন ভালোই আসছে বলে জানা গিয়েছে

September 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—- ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। যা মুখ্যমন্ত্রী হওয়ার পর শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব উচ্চ শিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নক্সা ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

এবার সেই কন্যাশ্রী প্রকল্প নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল। এর সুবিধা পাওয়ার জন্য আবেদন গ্রহণের সংখ্যা তিন কোটি ছাড়াল রাজ্যে। বোঝাই যাচ্ছে, এই প্রকল্পের সুবিধা নিতে ছাত্রীদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে। কে ওয়ান, কে টু এবং কে থ্রি- তিনটি ক্ষেত্রেই ছাত্রীদের আবেদন ভালোই আসছে বলে জানা গিয়েছে। স্কুলস্তরে প্রতি বছর এই প্রকল্পের জন্য যোগ্য ছাত্রীদের একটা বড় অংশ আবেদন করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen