ইডি কি ভগবান? যেখানে ইচ্ছে চলে যাবে?” আইপ্যাকে অভিযান নিয়ে মোদী সরকারকে তোপ সিব্বলের

January 10, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর মাত্র কয়েকমাস বাকি। ঠিক আগেই তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর অফিসে ইডি অভিযান নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, “ইডি কি ভগবান যে সর্বত্র বিরাজমান? যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে চলে যাবে?” একইসঙ্গে মোদী সরকারের বিদেশনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কলকাতায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি ও অফিসে ইডি তল্লাশি নিয়ে সিব্বল সরাসরি কেন্দ্রের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কয়লা পাচার মামলা তো বহু বছর ধরে চলছে। এতদিন ইডি কী করছিল? ঠিক নির্বাচনের আগে তাদের মনে পড়ল? আইপ্যাক নির্বাচনের কাজ সামলাচ্ছে। সেখানে কয়লা মামলার নথি খুঁজতে যাওয়ার যুক্তি কী?” সিব্বলের অভিযোগ, বিজেপি (BJP) আসলে বিরোধী দলগুলির নির্বাচনী রণকৌশল এবং তথ্য চুরি করার চেষ্টা করছে, কারণ রাজনৈতিকভাবে তারা মমতার সঙ্গে পেরে উঠছে না।

তিনি আরও বলেন, “ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়-যেখানেই নির্বাচন আসে, সেখানেই ইডি (ED) পৌঁছে যায়। ইডিকে এমন অবাধ ছাড় আমরা ইউপিএ (UPA) জমানায় (২০০৪-২০১৪) দিইনি। এই সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ করছে।”

এদিন মোদী সরকারের (Modi Govt) বিদেশনীতি নিয়েও সরব হন সিব্বল। আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির হুমকি এবং ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ট্রাম্প অন্য কোনও রাষ্ট্রনেতার সম্পর্কে এমন কথা বলেন না। পুতিন বা জিংপিংকে কিছু বলেন না, কিন্তু মোদীজিকে টার্গেট করছেন কেন? গত ১০ বছরে বিদেশনীতিতে সরকারের সাফল্য কী?” তিনি ইউপিএ আমলের পরমাণু চুক্তির সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকার শুধুই ভোট জয়ের জন্য বিদেশনীতিকে ব্যবহার করে, যা আদতে ব্যর্থ।

সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও এদিন হতাশা প্রকাশ করেন সিব্বল। তিনি বলেন, “পিএমএলএ (PMLA) আইন নিয়ে সুপ্রিম কোর্ট এখনও স্পষ্ট রায় দেয়নি, যার সুযোগ নিচ্ছে তদন্তকারী সংস্থাগুলি।”

অন্যদিকে, আইপ্যাক কাণ্ডে আইনি লড়াইও জোরদার হয়েছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেওয়ার পর, কেন্দ্রীয় সংস্থাটি সুপ্রিম কোর্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে শনিবারই সুপ্রিম কোর্টে (Supreme Court) আগাম ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার (State Government)। রাজ্যের উদ্দেশ্য, সর্বোচ্চ আদালতে যাতে রাজ্যকে না জানিয়ে একতরফা কোনও শুনানি বা নির্দেশ না দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen