সৌরভের বায়োপিক বানাবেন করণ জোহর? জল্পনা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে সটান হাজির করণ জোহার। বেশ খানিক্ষণ ধরেই কথা বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এরপরই উত্তাল বিনোদনের অন্দরমহল।

February 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে সটান হাজির করণ জোহার। বেশ খানিক্ষণ ধরেই কথা বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এরপরই উত্তাল বিনোদনের অন্দরমহল। সত্যিই কি আসতে চলেছে সৌরভের বায়োপিক? মুখ্য চরিত্রেই বা কাকে দেখা যাবে? 

গত শুক্রবার মুম্বই গিয়েছিলেন সৌরভ। শোনা যাচ্ছে আইপিএল সংক্রান্ত একটি জরুরি মিটিং নিয়েই তিনি গিয়েছিলেন। সৌরভ এসেছেন শুনে সেখানে উপস্থিত হন পরিচালক করণ জোহার। শোনা গিয়েছে, বায়োপিক হলে আপত্তি নেই সৌরভের। তাঁর জীবনের ওঠাপড়া, বিতর্ক সবই ধরা থাকবে এক ফ্রেমের মধ্যে। 

তবে এর আগে সৌরভের বায়োপিক তৈরি করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন একতা কাপুর। সৌরভের সঙ্গে এই বিষয়ে তাঁর একবার কথাও হয়েছিল। তাঁর বায়োপিক হলে নাম ভূমিকায় অভিনয় করুক হৃত্বিক রোশন এমনটাই চান তিনি। 

তাহলে কি হৃত্বিকই অভিনয় করছেন? যদিও শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য উপযুক্ত মুখের খোঁজ শুরু করেছে বলিউড। কিছুদিন আগে বলিউডের বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানি সৌরভের ফটোশ্যুটও করেন। নিজের কাজ আর নানা প্রকল্পের শ্যুটিং নিয়েই এখন ব্যস্ত সৌরভ। বিসিসিআই এর সভাপতি হওয়ার পর বেড়েছে কাজের চাপ। 

এখন শুধু জল্পনা সত্যি হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সৌরভপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen