কালিম্পংয়ে শ্যুটিং করছেন করিনা কাপুর খান, দেখে নিন ছবি

সুজয় ঘোষের আগামী ছবি ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং শুরু করে দিলেন করিনা কাপুর খান

May 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুজয় ঘোষের আগামী ছবি ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং শুরু করে দিলেন করিনা কাপুর খান।বুধবার থেকেই শুরু হল ছবির শ্যুটিং।সুজয় ঘোষের ছবিতে কাজ করেই যে ওটিটিতে পা রাখতে চলেছেন করিনা কাপুর খান এমনটা জানা গিয়েছিল গত বছরই।ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মা।কিছুদিন আগেই শোনা গিয়েছিল সুজয় ঘোষের ছবির শ্যুটিং করতে দার্জিলিং আসছেন বেবো।তবে এদিন দার্জিলিংয়ে নয়,কালিম্পংয়ে শুরু হল করিনার নতুন ছবি ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং।ইনস্টা পোস্টে এমনটাই হদিশ দিলেন অভিনেত্রী।মেকআপ মোমেন্টের একটি ছবিও এদিন সোশ্যাল সাইটে শেয়ার করেছেন তিনি।

ছবির গল্প আদপে একটি থ্রিলার বলেই খবর।জাপানি লেখক,কেইগো হিগাশিনোর বিখ্যাত উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর কাহিনি নিয়েই নতুন ছবিটি তৈরি করেছেন পরিচালক সুজয় ঘোষ।আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen