বছর ১৮-র বিদেশিনীর সঙ্গে প্রেম করছেন কার্তিক! কী জবাব দিলেন ‘মিস্ট্রি গার্ল’?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: বলিউডের গুঞ্জন দুনিয়া বরাবরই ছবির চেয়েও বেশি নাটকীয়। ২০২৬ সালের শুরুতেই সেই গুঞ্জনের কেন্দ্রে উঠে এলেন কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পাওয়া ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তারপরেই অভিনেতার ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হল নতুন চর্চা।
সব কিছুর সূত্রপাত কার্তিকের গোয়া ভ্রমণের একটি সাধারণ সমুদ্রসৈকতের ছবিকে ঘিরে। ছবিতে তাঁকে খোস মেজাজে দেখা গেলেও, নেটদুনিয়ার ‘ডিজিটাল গোয়েন্দারা’ খুঁটিয়ে দেখতে শুরু করেন খুঁটিনাটি। তাঁদের দাবি, একই ধরনের ছবি পোস্ট করেছিলেন কারিনা কুবিলিউটে নামের এক তরুণী, যিনি গ্রিসের বাসিন্দা হলেও বর্তমানে যুক্তরাজ্যে(UK) পড়াশোনা করছেন। রেডিটে শুরু হয় তুলনা—সমুদ্রের কোণ, বিচ বেড, এমনকি তোয়ালের অবস্থান পর্যন্ত নাকি হুবহু মিল!
এর মাঝেই দাবি ওঠে, কার্তিক নাকি ওই তরুণীকে ইনস্টাগ্রামে ফলো করেছিলেন, পরে গুঞ্জন ছড়াতেই আনফলো করেন। যদিও কোনও পক্ষই প্রথমে মুখ খোলেননি, তবু ‘মিস্ট্রি গার্ল’ ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে।
শেষমেশ সেই গুঞ্জনে জল ঢাললেন কারিনাই। এক নেটিজেন শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, তিনি স্পষ্ট লিখেছেন—“I’m not his gffff!!!” অর্থাৎ, প্রেমের সম্পর্কের দাবি তিনি পুরোপুরি অস্বীকার করেছেন।
এই ব্যক্তিগত আলোচনার মাঝেই পেশাগত দিক থেকেও কঠিন সময় যাচ্ছে কার্তিকের। অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনীত সাম্প্রতিক ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। গুঞ্জন সত্যি হোক বা কাকতাল, এক কথা স্পষ্ট—কার্তিক আরিয়ানের ক্ষেত্রে আলোচনার আলো কখনও নিভে যায় না।