নজরে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা, পুলকার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য পরিবহণ দপ্তরের

December 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৯: এবার স্কুলপড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হচ্ছে পরিবহণ দপ্তর। পড়ুয়াদের স্কুলে যাতায়াতের জন্য রাজ্যজুড়ে বেআইনিভাবে ব্যবহার হচ্ছে টোটো, ওমনির মতো গাড়ি। কোথাও কোথাও কাটাইয়ে যাওয়া গাড়িও পুলকার হিসাবে ভাড়া খাটছে। এবার তাদের নিয়মে বেঁধে ফেলতে তৎপর রাজ্য। সোমবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ, স্কুলশিক্ষা এবং পরিবহণ দপ্তরের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। প্রত্যেক জেলার পুলিশ সুপার, আরটিও-রা বৈঠকে হাজির ছিলেন। পুলকার সংগঠনগুলিকে জানানো হয়েছে, পুলকার হিসাবে এমন অনেক গাড়ি ব্যবহৃত হচ্ছে, যেগুলি রাস্তায় চলার অযোগ্য। সিএফ ফেল, ইনস্যুরেন্স ফেল গাড়ি বাচ্চাদের স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে। তা আর করা যাবে না। নন ট্রান্সপোর্ট গাড়িতে বাচ্চাদের স্কুলে পাঠানো যাবে না। কেবলমাত্র সংশ্লিষ্ট স্কুলের কাছে নথিভুক্ত গাড়িতেই বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে।

পরিবহণমন্ত্রীর মতে, লজঝড়ে গাড়িতে পড়ুয়াদের বহন করা যাবে না। পড়ুয়া বহনকারী সমস্ত গাড়িকে প্রতিবছর সিএফ করাতে হবে। ব্যক্তিগত গাড়িকে তিন মাসের মধ্যে বাণিজ্যিক করে ফেলার নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর। এছাড়াও স্কুলবাস এবং পুলকার সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট রং করা, গাড়ির সামনে ‘অন স্কুল ডিউটি’ লিখে বোর্ড ব্যবহার, অগ্নিনির্বাপক যন্ত্র, ভিএলটিডি লাগানো-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে বলা হয়েছে। স্কুলগাড়ি ঠিক করার আগে কাগজপত্র ঠিক আছে কি-না তা দেখে নিতে বলা হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, গাড়ির চালকের নাম ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স সব বিষয়ে তথ্য রাখতে হবে। অভিভাবকেরা এবার থেকে ‘এমপরিবহণ মোবাইল অ্যাপ’ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিতে পারবেন। পুলকার মালিকদের বলা হয়েছে, স্কুলবাস এবং পুলকারে একজন অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের প্রতিও পরামর্শ দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে। নির্দিষ্ট রুটে নির্দিষ্ট স্টপেজ থেকেই পুলকারে যেন ওঠা-নামা করানো হয়, তা-ও বলা হয়েছে। স্কুলের পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে। গাড়ির প্রতিটি আসনে সিট বেল্ট থাকা এবং তার ব্যবহার নিশ্চিত করতে হবে।
পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিবহণ দপ্তরের একাধিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen