কেরলে মাস্টারস্ট্রোক তৃণমূলের, আস্ত একটা দল মিশে যাচ্ছে জোড়াফুল শিবিরে

রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে পা আগেই রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে গোয়া বা মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়লেও, সেভাবে দাগ কাটতে পারেনি। এবার সোজা দক্ষিণে ঘাঁটি গাড়ছে তৃণমূল। আর শুরুতেই মাস্টারস্ট্রোক। আস্ত একটা দলই তাদের দলের সঙ্গে মিলে যাচ্ছে।

March 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে পা আগেই রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে গোয়া বা মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়লেও, সেভাবে দাগ কাটতে পারেনি। এবার সোজা দক্ষিণে ঘাঁটি গাড়ছে তৃণমূল। আর শুরুতেই মাস্টারস্ট্রোক। আস্ত একটা দলই তাদের দলের সঙ্গে মিলে যাচ্ছে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে কেরল কংগ্রেস (ডেমোক্রেটিক)। এক বছর আগেই কেরলের কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নিজের দল গড়েছিলেন সাজি মাঞ্জাকাদ্মবিল। তাঁর দলের নাম ছিল কেরল কংগ্রেস (ডেমোক্রেটিক)। সেই দলই ঘোষণা করল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে। বুধবারই এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।

এনডিএ থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মাঞ্জাকাদ্মবিল বলেন, “ওরা বরাবর গুরুত্বপূর্ণ ইস্যুগুলি এড়িয়ে গিয়েছে। বন্যপ্রাণীর হামলা থেকে রবারের দাম কমা, এই বিষয়গুলি নিয়ে বারবার জানানো হলেও, তা কেন্দ্রীয় সরকারের নজরে আনা সম্ভব হয়নি। আমরা এনডিএ-তে থাকলেও, কোনও জোট বৈঠকে আমাদের ডাকা হয়নি।” তিনি জানান, আগামী এপ্রিল মাসেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটি যৌথ সম্মেলনের পরিকল্পনা রয়েছে কোট্টায়ামে। এদিকে, কেরল কংগ্রেস (ডেমোক্রেটিক)-র তৃণমূলের সঙ্গে মিলে যাওয়ার সিদ্ধান্তে দুই দলই লাভবান হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই সিদ্ধান্তের পিছনে তাদের বড় পরিকল্পনা রয়েছে। একদিকে যেমন মাঞ্জাকাদ্মবিল তাঁর পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া, সেখানেই তৃণমূল কংগ্রেস দক্ষিণ ভারতে তাদের ভিত শক্ত করার চেষ্টা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen