Kolkata Fire: বিধ্বংসী আগুন খিদিরপুর বাজারে, ভস্মীভূত ৪০০-র বেশি দোকান

ষড়যন্ত্রের অভিযোগ করছেন বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। অনেকের দাবি, রাত ১টা নাগাদ বিধ্বংসী আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও দেরিতে এসেছে দমকল। এমনকী, ঘটনাস্থলে আসার পরও ট্যাঙ্কারে জল না থাকায় দীর্ঘক্ষণ আগুন নেভানোর কাজ শুরু করতেই পারেনি দমকল। ততক্ষণে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সংখ্যাটা ১৩০০ বলে জানাচ্ছেন স্থানীয়রা। আগুন ইচ্ছাকৃত ভাবে লাগিয়ে দেওয়া হয়নি তো? প্রশ্ন ব্যবসায়ীদের একাংশের। কারও কারও বক্তব্য, ‘আগুন লাগার ১ থেকে দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছে দমকল। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। ওয়াটগঞ্জ থানার থেকে কোনও সাহায্য মেলেনি।’

June 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: ফের কলকাতায় বিধ্বংসী আগুন। এবারের ঘটনাস্থল খিদিরপুর বাজার। রবিবার রাতে সেখানে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০০-রও বেশি দোকান। দমকলের ২০টি ইঞ্জিন অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালেও জ্বলছে পকেট ফায়ার। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাজারের অধিকাংশ দোকান। তেলের গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছে।

এদিকে, ষড়যন্ত্রের অভিযোগ করছেন বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। অনেকের দাবি, রাত ১টা নাগাদ বিধ্বংসী আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও দেরিতে এসেছে দমকল। এমনকী, ঘটনাস্থলে আসার পরও ট্যাঙ্কারে জল না থাকায় দীর্ঘক্ষণ আগুন নেভানোর কাজ শুরু করতেই পারেনি দমকল। ততক্ষণে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সংখ্যাটা ১৩০০ বলে জানাচ্ছেন স্থানীয়রা। আগুন ইচ্ছাকৃত ভাবে লাগিয়ে দেওয়া হয়নি তো? প্রশ্ন ব্যবসায়ীদের একাংশের। কারও কারও বক্তব্য, ‘আগুন লাগার ১ থেকে দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছে দমকল। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। ওয়াটগঞ্জ থানার থেকে কোনও সাহায্য মেলেনি।’

এদিকে, আগুনের অভিঘাতে খিদিরপুর বাজারের বেশিরভাগ দোকানই ভস্মীভূত। প্রচুর পরিমাণ আর্থিক লোকসানের আশঙ্কা করা হচ্ছে। বেঁকে গিয়েছে দোকানগুলির অ্যাসবেসটাসের ছাউনি। তবে কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen