ভাঙলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড! নতুন বছরেও সুপারহিট ফর্মে কিং কোহলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: রবিবার কিউইদের বিরুদ্ধে ৯৩-এ থামলেন কোহলি। জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি। একটুর জন্য হাতছাড়া হল আরও একটি সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন আজ। গড়লেন নজির, ভাঙলেন রেকর্ড।
মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না, কিন্তু বরোদার ম্যাচে একাধিক নজির গড়লেন ভারতীয় ক্রিকেটের কিং। রেকর্ড এবং বিরাট যেন একে অপরের সমার্থক। আজ সচিনের রেকর্ড ভেঙে দেন কোহলি। সিরিজের একমাস পর ফের সাদা বলের ক্রিকেটে নেমেই বুঝিয়ে দিলেন আজও তিনি রান তাড়া করার মাস্টার। কেরিয়ারে ৩০৯টি ওয়ান ডে খেলে ফেললেন বিরাট। এদিন ২৫ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করলেন কোহলি। ছাপিয়ে গেলেন মাস্টার ব্লাস্টারকে।
কিউইদের বিপক্ষে ওয়ান ডে-তে সর্বাধিক রান সংগ্রাহক ভারতীয় ব্যাটারের নাম সচিন। তিনি ব্ল্যাক ক্যাপ্সদের বিরুদ্ধে ৪১ ইনিংসে ১,৭৫০ রান করেছেন। আজ ৯৪ রান করলেই ছাপিয়ে যেতে পারতেন কোহলি। তিনি আউট হলেন ৯৩ রানে। কিউইদের বিপক্ষে ৩৪ ইনিংসে কোহলির এখন ১,৭৪৯ রান। নজির গড়ার থেকে মোটে এক রান দূরে তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে-তে বিরাট করেছিলেন ৩০২ রান। বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাতের বিরুদ্ধে ৭৭ রান করেন বিরাট। আজ করলেন ৯৩! কিং কোহলির এই দুরন্ত ফর্ম রীতিমতো বিপক্ষদের কাঁপুনি ধরাচ্ছে। অন্যদিকে, আবারও বিশ্বজয়ের স্বপ্ন
বুনছে মেন ইন ব্লু।