কেকে-র মৃত্যু অস্বাভাবিক নয়, বলছে ময়নাতদন্ত

অকালেই চলে গেলেন গায়ক কেকে

June 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অকালেই চলে গেলেন গায়ক কেকে। মঙ্গলবার নজরুলমঞ্চে অনুষ্ঠান ছিল তাঁর। শোয়ের শেষে হোটেলে ফেরার পর অসুস্থবোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তারকা গায়কের এই আচমকা মৃত্যুর সংবাদে হকচকিত হয়ে যায় সকলে। কেকে-র মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমাজের নানা স্তরের মানুষ তাঁদের মতমত জানাতে থাকেন। তাতে নানা রকম জল্পনা শুরু হয়। রাজনৈতিক কারবারিরা বিষয়টিকে নিজেদের ইস্যু বানাতে সময়নষ্ট করেননি।

কেকে-র মৃত্যুর কারণ নিয়ে তৈরি হওযয়া জল্পনা সম্ভবত অবসান হল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে। বুধবার এসএসকেএম-এ ময়নাতদন্ত সম্পন্ন হয় প্রয়াত সঙ্গীতশিল্পীর। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রয়াত গায়কের মৃত্যু কোনও অস্বাভিক কারণে হয়নি। বাহ্যিক কোনও আঘাতের চিহ্নও তাঁর দেহে পাওয়া যায় নি।

ইতিমধ্যেই জনপ্রিয় গায়কের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়। সকালেই শহরে আসেন কেকে-র স্ত্রী ও পুত্র। রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-কে। এরপর মৃতদেহ নিয়ে তাঁরা মুম্বই ফিরে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen