কাজ শেষ করতে এডিবির কাছে বাড়তি সময় চাইল কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার সংযোজিত কয়েকটি ওয়ার্ডে উন্নয়নের কাজ চলছে।

March 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুরসভার সংযোজিত কয়েকটি ওয়ার্ডে উন্নয়নের কাজ চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি’র থেকে দ্বিতীয় পর্যায়ে পাওয়া টাকায় কাজ হচ্ছে। এই ওয়ার্ডগুলির বেশিরভাগ জায়গার কাজ সময়সীমার মধ্যে শেষ গিয়েছে। তবে টালিগঞ্জ ও কুঁদঘাটে দুটি কাজ এখনও বাকি। যা মার্চের মধ্যে শেষ করা সম্ভব হবে না। তা সম্পূর্ণ করতে এডিবি’র কাছে বাড়তি একবছর সময় চাইল পুরসভা।

বৃহস্পতিবার এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন এডিবি ও কেইআইআইপি’র আধিকারিকদের নিয়ে পুরসভায় বৈঠক করেন মেয়র। সেখানে এডিবি’র টাকায় চলা কাজগুলি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর ফিরহাদ জানান, এডিবি’র ঋণের টাকায় কলকাতা পুরসভার একাধিক এলাকায় কাজ চলছে।

গত দু’বছরে করোনার জন্য কিছু কাজ সম্পূর্ণ হয়নি। এই বছরের এপ্রিল মাসের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। তা শেষ না হওয়ায় এডিবি র কাছে আরও একবছরের জন্য বাড়তি সময় চাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen