নির্দিষ্ট সময়ের মধ্যে অবাঞ্ছিত তার না সরালে কড়া পদক্ষেপ, কেবল অপারেটরদের ফের হুঁশিয়ারি পুরসভার

নির্দেশ না মানলে ভবিষ্যতে কেবল সংস্থাগুলিকে শহরে ব্যবসাও করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিলেন পুরসভার লাইটিং বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সী।

April 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শহর কলকাতাকে কেবল তারের জঙ্গল থেকে মুক্ত করতে আরও কঠোর পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল অপারেটররা তার না সরালে পুরসভা সেই তার কেটে দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ভবিষ্যতে কেবল সংস্থাগুলিকে শহরে ব্যবসাও করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিলেন পুরসভার লাইটিং বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সী।

এর আগেও পুরসভা কেবল অপারেটরদের ওই তারের জঙ্গল পরিষ্কার করার জন্য বারবার হুমকি দিয়েছে। অপারেটরদের বিভিন্ন সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন মেয়র পারিষদ। কিন্তু তার পরেও সেই তার কাটা নিয়ে অপারেটরদের মধ্যে চূ়ড়ান্ত অনীহা লক্ষ করেছে পুরসভা। এই অবস্থায় পুরসভার হুমকি, শহরজুড়ে লাইট পোস্টে ঝুলতে থাকা কেবলের তার না সরালে পুরসভাই লোক দিয়ে তা সরিয়ে ফেলবে।

কেবল সংস্থাগুলি পুরসভাকে জানিয়েছে, প্রচন্ড গরে তাদের কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তার কাটার কাজ ব্যাহত হচ্ছে। তারা আরও কিছু সময় চেয়েছে। কেবল সংস্থাগুলির আবেদন মেনে পুরসভা আরও কিছুদিন সময় দিয়েছে। মেয়র পারিষদ জানান, গরম কিছুটা কমলেই পুরসভা কেবল অপারেটরদের কড়া নোটিস দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen