এবার ডেঙ্গু বিরোধী অভিযানে নামবে পুরসভা

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি শহরে অনেকটাই ভালো। তাই বলে ঢিলেমি দিতে চায় না পুরসভা।

July 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা যুদ্ধের ফোকর গলে বিপদ ঘটাবে না তো ডেঙ্গু? মশাবাহী শত্রুকে রুখতে তৎপর পুরসভা। আগামী সোমবার থেকে ডেঙ্গু (Dengue) নিয়ে বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। সোমবার ১১ নম্বর বরোতে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করবেন তিনি। তারপর স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের নিয়ে অভিযানে নামবেন অতীন। চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি শহরে অনেকটাই ভালো। তাই বলে ঢিলেমি দিতে চায় না পুরসভা। সেই কারণে অভিযানে নামা হচ্ছে বলে জানিয়েছেন অতীন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধের ব্যবস্থা কেমন তা খতিয়ে দেখবে কলকাতা পুরসভার প্রতিনিধিদল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen