কেএমডিএর ৫০ বছর পূর্তি স্মরণের উদ্যোগ কাজের মধ্যে দিয়েই

খুব তাড়াতাড়ি একসঙ্গে সংস্থার ৫০টি কাজের সূচনা করা হবে। ভোট পর্ব মিটে যাওয়ার পর বড় মাপের অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

January 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলতি বছরে ৫০ বছরে পা দিতে চলেছে কেএমডিএ (KMDA)। কলকাতা মহানগরীর নাগরিক পরিষেবা উন্নয়নের জন্য ১৯৭০ সালে সংসদে বিল পাশ করে এই সংস্থাটি (তখন সিএমডিএ) গঠিত হয়। সংসদে বিল পাশ হয়েছিল কারণ ওই সময় রাজ্যে রাষ্ট্রপতির শাসন চলছিল। পরের বছর ১৯৭১ সালের ফেব্রুয়ারি নাগাদ সংস্থার পথ চলা শুরু হয়। কেএমডিএ কর্তৃপক্ষের পাশাপাশি কর্মী-আধিকারিকদের উদ্যোগে ৫০ বছর পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেএমডিএ-চেয়ারম্যান তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, কাজের মধ্য দিয়ে সংস্থার ৫০ বছরটিকে স্মরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি একসঙ্গে সংস্থার ৫০টি কাজের সূচনা করা হবে। ভোট পর্ব মিটে যাওয়ার পর বড় মাপের অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কেএমডিএ-র বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীরা মিলে ৫০ বছর উদযাপনের জন্য একটি কমিটি গঠন করেছেন। কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রাণবন্ধু নাগ জানান, ফেব্রুয়ারির পর সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তাঁরাও করবেন। কেএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি নেওয়া হবে। ১৯৯৬ সালে সংস্থার ২৫ বছর পূর্তি উৎসব মূলত কর্মীদের উদ্যোগে পালন করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার ২৫ বছর পালন করতে বিশেষ উৎসাহ দেখায়নি। তৎকালীন শীর্ষ কর্তাদের আমন্ত্রণ জানানো হলেও সারা বছরের কোনও অনুষ্ঠানে কেউ আসেননি। কংগ্রেস রাজত্বে কেএমডিএর পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী ভোলানাথ সেন। তিনি ২৫ বছর পূর্তি উৎসবের সূচনা করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen