কোহলির ৯৩, রানার ঝোড়ো ইনিংস! কিউইদের বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেলেন গিলরা

January 11, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৫: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে সহজেই জিতল ভারত। কিন্তু রানা তাড়া করতে নেমে একটা সময় পাঁচ উইকেট খুইয়ে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্নায়ুর চাপ কিঞ্চিৎ বাড়িয়ে দিয়েছিলেন রাহুলরা। বাইশ গজে কাজের কাজ করে দিয়ে গেলেন কিং কোহলি। ঝোড়ো ব্যাটিংয়ে হর্ষিত রানা জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন টিম ইন্ডিয়াকে। ‘ফিনিশারে’র ভূমিকায় যোগ্য কাজ করে গেলেন কেএল রাহুল। ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ভারত জিতল ৪ উইকেটে।

রবিবার বরোদায় টস জিতলেন শুভমান গিল। সে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন। দারুণ শুরু করে নিউজিল্যান্ড। রীতিমতো ভারতীয় বোলারদের কালঘাম ছুটে যায় উইকেই শিকার করতে। অর্শদীপ সিংকে বাদ দেওয়া নিয়ে শুরু হয় আলোড়ন। কনওয়ে, হেনরি নিকোলসের জুটি ভাঙতে পারছিল না কেউ। প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। অফ স্টাম্পের বাইরের বলে নিকোলসকে ফাঁদে ফেলে আউট করেন হর্ষিত। তিনি ফেরেন ৬২ রান করে। ব্যক্তিগত ৫৬ রান করে ফেরেন কনওয়ে। মহম্মদ সিরাজও দুটি উইকেট নেন। ড্যারিল মিচেল দাঁড়িয়ে ছিলেন একা কুম্ভ হয়ে। ৮৪ রানে মিচেলের উইকেট নেন প্রসিদ্ধ। নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩০০ রানে।

বরোদার পিচে শিশিরের জন্য কিউই বোলারদের সমস্যা হল। অধিনায়ক শুভমান গিল হাফসেঞ্চুরি করলেন। রোহিত শর্মা রান পেলেন না। ভাল শুরু করেও ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। কোহলি এদিনও জয়ের ভিত গড়ে দিয়ে গেলেন। সচিন তেণ্ডুলকরের রেকর্ড ভাঙলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মালিক হলেন। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল। রান পেলেন না রবীন্দ্র জাদেজা। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফিরে এসে অল্পের জন্য হাফসেঞ্চুরি পেলেন না। ওয়াশিংটন সুন্দর আহত হওয়ায় হর্ষিত রানা ব্যাট করতে নামলেন সাতে। ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে গেলেন। শেষ করলেন রাহুল। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিলেন গিলরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen