জলযন্ত্রণা কাটিয়ে উজ্জ্বল কলকাতা, KMC-রাজ্য প্রশাসনের তৎপরতায় বদলে গেল চিত্র

September 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: রাতারাতি পাল্টে গেল চিত্রটা। মঙ্গলবার থেকে রাতভর প্রবল বর্ষণের পর বুধবার থেকেই কলকাতা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। জমা জলে নাজেহাল কাশিবোস লেনের বাসিন্দারা কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে পেল ঝকঝকে কলকাতার পুরনো চেহারা। প্রশাসনিক তৎপরতায় দু’দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ফিরে পেল তার পুরনো ছন্দ।

 

সূত্রের খবর, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং স্থানীয় থানার পুলিশও দিনভর বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের কর্তারা রাতভর কাজ চালান। ড্রেন পরিষ্কার, পাম্প চালু করে জল নামানো, রাস্তাঘাট মেরামতির মতো পদক্ষেপে সকালে শহর ধরা দিল নতুন রূপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তত্ত্বাবধানে প্রশাসনের দ্রুত উদ্যোগে কাশিবোস লেন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফের স্বাভাবিক ছন্দ ফেরে।

 

বৃহস্পতিবার সকালে শহরের অধিকাংশ রাস্তাই জলমুক্ত দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে নাগরিকদের। পুরসভার তরফে জানানো হয়েছে, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়ার মতো এলাকাগুলিতে জল নামায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ইএম বাইপাস সংলগ্ন অঞ্চল, জোকা, সরশুনা এবং মেটিয়াবুরুজ এলাকাগুলিতেও কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি।

 

ওয়াকিবহল মহলের মতে, উৎসবের মুখে কলকাতার দ্রুত ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব মমতা সরকারেরই। প্রবল বর্ষণের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলেও দুর্গোৎসবের সাজে ফের রঙিন শহর। কলকাতা যেন আবারও প্রমাণ করল, প্রতিকূলতার মাঝেও বাঙালির উৎসবের উদ্দীপনা থামানো যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen