মুখ পুড়ল কমিশনের, বাতিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন খারিজের নির্দেশ

জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্ট। ফলে আপাতত আর কোনো সমস্যা থাকল না।

March 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটের আগেই বড় স্বস্তি পেল তৃণমূল। পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। সামান্য তারিখের ভুলের কারণে প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্ত মেনে নেয়নি আদালত। ফলে বেশ কিছুটা স্বস্তি পেল তৃণমূল। এদিন পুরনো মনোনয়নই গ্রহণ করতে নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। পুরুলিয়া জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। ফলে এখন আর তাঁর ভোটে লড়তে কোনো বাঁধা থাকছে না।

মনোনয়ন পত্র বাতিল হওয়ার পরই তৃণমূল নেতারা কলকাতায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন। আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার (Ujjwal Kumar)। সেখানেই স্বস্তি মিলল। জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্ট। ফলে আপাতত আর কোনো সমস্যা থাকল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen