আবার দাম বেড়ে কলকাতায় আজ পেট্রল ১০১.৩৫ টাকা

সামান্য হলেও কমল ডিজেলের দাম।

July 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গতকালের বিরতির পর আজ, সোমবার ফের বাড়ল পেট্রল (Petrol)। কলকাতায় (Kolkata)আরও লিটারে ৩৪ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ১০১.৩৫ টাকা।

সামান্য হলেও কমল ডিজেলের দাম। আজ ডিজেল (Diesel) লিটারে ১৬ পয়সা কমে মহানগরীতে দাম হয়েছে লিটার প্রতি ৯২ টাকা ৮১ পয়সা। অন্যদিকে দেশের অন্যত্রও বেড়ে চলেছে জ্বালানির দাম।

রাজধানী দিল্লিতে আজ পেট্রল লিটার প্রতি ১০১.১৯ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৭২টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল লিটার প্রতি আজ ১০৭.২০ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৭.২৯ টাকা।

পাশাপাশি ভোপালে আজ লিটার প্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৯.৫৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৮.৫০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen