কলকাতা পুলিশের পরীক্ষা হবে বাংলা-নেপালিতেই, হস্তক্ষেপ করল না হাইকোর্ট

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশে ১৪১০ জন কনস্টেবল এবং ২৫৬ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৬০০ বাড়ানো হয়েছে।

June 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা – কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট কাটল। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতে হবে।

সম্প্রতি কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা – কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষা বাংলা ও নেপালিতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে পুলিশ রিক্রুটমেনন্ট বোর্ড। কিন্তু এক স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের দ্বারস্থ হন। তাদের বক্তব্য, লিখিত পরীক্ষা ইংরেজিতেও নিতে হবে। এদিন সেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালত এই মামলাটি খারিজ করে দেয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশে ১৪১০ জন কনস্টেবল এবং ২৫৬ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৬০০ বাড়ানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা। যে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা আবেদন করতে চান, তাঁদের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমা এলাকার স্থায়ী বাসিন্দাদের নেপালি ভাষা জানা থাকতে হবে। তবে উল্লেখ্য, সোমবারই আবেদনের শেষ তারিখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen