কলকাতায় দুর্যোগের আশঙ্কা নেই, জানালো আবহাওয়া দপ্তর

যতটা ভাবা হয়েছিল, কলকাতায় ততটা প্রভাব পড়েনি যশের

May 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যতটা ভাবা হয়েছিল, কলকাতায় ততটা প্রভাব পড়েনি যশের। তবে মঙ্গলবার রাত থেকে বেশ কয়েক দফা বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা কমেছে অনেকটাই। বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও দুপুরের পর থেকেই দেখা গিয়েছে রোদের উঁকি।

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ ওড়িশার বালেশ্বের আছড়ে পড়েছে বুধবার সকালে। তার পর শক্তি হারিয়ে এগোচ্ছে ঝাড়খণ্ডের দিকে। স্থলভাগে ঢোকার সময় বালেশ্বরের আশপাশে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫৫ কিলোমিটার। কলকাতাতে ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬২ কিলোমিটার। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ইয়াসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিমিটার। কালো আকাশের ঘনঘটা কাটিয়ে রোদ উঁকি মারলেও, আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। কিন্তু ইয়াসের প্রভাবে মহানগরীতে দুর্যোগের সম্ভাবনা আর নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

মঙ্গলবার থেকে বৃষ্টির জেরে কমেছে কলকাতার তাপমাত্রা। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen