weather update: বৃষ্টি থামার কোনও সম্ভাবনাই নেই! জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: বৃষ্টি থামার কোনওপ সম্ভাবনাই নেই! রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। আজ শনিবার থেকে আগামী ১ সপ্তাহ ধরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় দমকা হাওয়া বইতে পারে। অন্য দিকে, এ বছর লম্বা ইনিংস চালাবে বর্ষা। এমন পূর্বাভাসই দিয়েছে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দফতর। বর্ষার দ্বিতীয়ার্ধে অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৪ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কালিম্পঙের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৭ অগাস্ট পর্যন্ত ওই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এনিয়ে শঙ্কিত পাহাড় ও সমতলের নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই তিস্তা নদীর জলে জলপাইগুড়ি জেলা ও কোচবিহারের হলদিবাড়ি ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অধিকাংশ গ্রাম থেকে নেমেছে নদীর জল নামলেও ক্রান্তি ব্লকের চ্যাংমারি ও মাল ব্লকের টোটাগাঁও গ্রাম দু’টির অবস্থা শোচনীয়। সংশ্লিষ্ট গ্রামগুলির একাংশ এখনও জলমগ্ন। জমি ও বাড়ি জলের তলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ।