সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি এবং অ্যাডমিনিস্ট্রেটর পদ থেকে অপসারিত কৃষ্ণ দামানি
বুধবার স্কুল কর্তৃপক্ষ তাঁর অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্ট ও গভর্নিং কাউন্সিলকে ঢেলে সাজানো হচ্ছে।
February 29, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় ২২ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় জেল হেপাজতে রয়েছেন কৃষ্ণ দামানি (Kishna damani)। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) ট্রাস্টি এবং অ্যাডমিনিস্ট্রেটর পদ থেকে। বুধবার স্কুল কর্তৃপক্ষ তাঁর অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্ট ও গভর্নিং কাউন্সিলকে ঢেলে সাজানো হচ্ছে।