কর্মীর অভাবে রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি’র ‘লাভ্যার্থী’ কর্মসূচি?

লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলের কারণে, বহু বিজেপি কর্মী কার্যত বসে গিয়েছেন।

March 9, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
কর্মীর অভাবে রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি’র ‘লাভ্যার্থী’ কর্মসূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উজ্জ্বলা, স্বনিধি যোজনা, স্বচ্ছ ভারত মিশন, বেটি বাঁচাও বেটি পড়াও-এর মতো বিভিন্ন প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) চালু করেছে। ‘লাভ্যার্থী’ কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল, মোদীর এইসব প্রকল্পের কথা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তুলে ধরতে। যুব মোর্চাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ কী ভাবে করলে লোকসভা নির্বাচনে ভাল ‘ডিভিডেন্ড’ মিলবে তা বুঝতে উত্তরপ্রদেশের নেতাদের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছিল বঙ্গ বিজেপি।

এমনকি বাংলার যে সব মানুষ কেন্দ্রের প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বা সুযোগসুবিধা পেয়েছেন তাঁদের নাম ধাম ঠিকানার তালিকাও বঙ্গ বিজেপি’কে পাঠিয়ে দিয়েছিল দিল্লি। কিন্তু তারপরেও তাঁদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি (BJP)। কারণ, রাজ্যের সব বাড়িতে পৌঁছনোর মতো কর্মীই নেই বঙ্গ বিজেপির হাতে। এর আগে ঠিক এভাবেই বিজেপি’র ‘গ্রামে চলো অভিযান’ ফ্লপ হয়েছিল।

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, লাভ্যার্থী কর্মসূচি (Labharthi karmachuchi) নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রিপোর্ট চাইতেই বেশ কিছু ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল। কত বাড়িতে গিয়ে মোদীর ‘ঢাক পেটানো’ গিয়েছে, তা তথ্য দিয়ে জানাতে বলা হয়েছিল। কিন্তু সংগঠনের অভাবে তা আর করে উঠতে সক্ষম হয়নি বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলের কারণে, বহু বিজেপি কর্মী কার্যত বসে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen