নতুন বছরে দার্জিলিংয়ের নতুন আকর্ষণ লারা ও আকামাস

শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে দার্জিলিঙের চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। রাতে চিড়িয়াখানার নাইট সেল্টারে রাখা হয়েছিলো বাঘ দুটিকে

December 11, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
দার্জিলিংয়ের নতুন আকর্ষণ লারা ও আকামাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে দেখা মিলবে জোড়া সাইবেরিয়ান বাঘের। পর্যটকদের জন্য নতুন আকর্ষণ লারা ও আকামাস।

রবিবার রাতে সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানা থেকে লারা ও আকামাস টাইগার দম্পতি এসে পৌঁছেছে। জানা গেছে, শনিবার রাতেই বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় লারা ও আকামাসকে। এরপর কলকাতা থেকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে দার্জিলিঙের চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। রাতে চিড়িয়াখানার নাইট সেল্টারে রাখা হয়েছিলো বাঘ দুটিকে। ইতিমধ্যেই পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম গঠিত হয়েছে। বাঘ দুটিকে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে।

কলকাতায় নিয়ে আসা হয় লারা ও আকামাসকে

দার্জিলিঙ চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি জানিয়েছেন, দুই সাইবেরিয়ান বাঘই সুস্থ রয়েছে। বাঘ দুটিকে পূর্ণ নজরদারির মধ্যে রাখার জন্য দার্জিলিঙ পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাস বাঘ দুটিকে কোয়ারান্টাইনে রাখা হবে। ইংরেজী নতুন বছরের শুরুতেই পর্যটকদের সামনে প্রকাশ্যে আনা হবে বাঘ দুটিকে।

কলকাতায় নিয়ে আসা হয় লারা ও আকামাসকে
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen