London: লন্ডনে অভিবাসন-বিরোধী বৃহৎ মিছিল দক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৯: লন্ডনের (London) প্রাণকেন্দ্রে শনিবার অভিবাসন-বিরোধী এক বিক্ষোভ সমাবেশে এক লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। অতিদক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ‘ইউনাইট দ্য কিংডম’ (Unite The Kingdom) নামের এই মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পরিচয়ের ওপর আক্রমণ এবং অভিবাসন নীতির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বেআইনিভাবে অভিবাসীদের ব্রিটেনে প্রবেশ, পাশাপাশি কিছু অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশের এক পর্যায়ে একটি ছোট দল পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। Associated Press-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষার জন্য হেলমেট এবং দাঙ্গা প্রতিরোধী ঢাল নিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) জানিয়েছে, তাঁদের একাধিক অফিসারকে লাথি, ঘুষি এবং বোতল ছুঁড়ে মারা হয়েছে। কমপক্ষে ন’জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও অনেক দোষীকে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে স্ট্যান্ড আপ টু রেসিজম-এর আয়োজনে ‘মার্চ এগেইনস্ট ফ্যাসিজম’ নামে একটি পাল্টা মিছিলে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

টেসলা প্রধান এবং এক্স প্ল্যাটফর্মের মালিক শিল্পপতি ইলন মাস্ক (Elon Musk) ভিডিও বার্তায় ব্রিটিশ সরকারের সমালোচনা করে বলেন, “অনিয়ন্ত্রিতভাবে বেআইনি অভিবাসনের মাধ্যমে ব্রিটেনকে শেষ করে দেওয়া হচ্ছে”

উল্লেখ্য, লন্ডনের শহরতলীতে একটি ১৪ বছরের মেয়ের ওপর যৌন নির্যাতনের পর থেকে বেআইনি অভিবাসীদের থাকার জায়গার বাইরে বিক্ষোভ হচ্ছে। ইউরোপে বেআইনি অভিবাসন বৃহৎ আকার ধারণ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen