পাকিস্তানে লস্কর-হামাস বৈঠক, ভারতে বড়সড় নাশকতার ছক নিয়ে বাড়ছে উদ্বেগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১০: পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে আসছে। ফের একবার সেই অভিযোগকেই যেন আরও জোরালো করে তুলল লস্কর-এ-তইবা ও প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের সাম্প্রতিক বৈঠকের খবর।
পাকিস্তানের গুজরানওয়ালায় এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হামাসের সিনিয়র কমান্ডার নাজি জাহির সেখানে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানেই লস্করের শীর্ষ নেতা রশিদ আলি সান্ধুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। উল্লেখযোগ্যভাবে, পিএমএমএল-কে লস্কর-এ-তইবার রাজনৈতিক শাখা হিসেবেই দেখা হয় আন্তর্জাতিক মহলে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একই মঞ্চে উপস্থিত নাজি জাহির ও রশিদ আলি সান্ধু। জানা যাচ্ছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন হামাস নেতা। অন্যদিকে, সান্ধু পিএমএমএল-এর আড়ালে কাজ করা লস্কর নেতা বলেই পরিচিত। এই ঘটনার পর দুই জঙ্গি সংগঠনের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে বলেই আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে। কারণ, এর আগেও পাকিস্তানের মাটিতে জঙ্গি আঁতাত থেকে ভারতে একাধিক নাশকতার ছক তৈরি হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রশাসন ভবিষ্যতে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করছে এবং সেখানে পাকিস্তানের সেনা মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সেই প্রেক্ষাপটে হামাস নেতার পাকিস্তানে প্রকাশ্যে উপস্থিতি ও লস্কর নেতার সঙ্গে বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন করে প্রশ্ন তুলে দিল।