প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
গর্বাচেভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন।

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯১। মঙ্গলবার মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে প্রয়াত হন তিনি। তিনি বয়সজনিত অসুখে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।
১৯৮৯ সালে তাঁর আমলেই বার্লিন পাঁচিল ভেঙে ফেলা হয়। আবার তার হাত ধরেই Cold War-এর অবসান ঘটে। ১৯৯১ সালে গর্বাচেভের আমলেই সোভিয়েতের পতন হয়। বলা হয়ে থাকে, তাঁর হাত ধরেই কমিউনিস্ট বিশ্বের পতন হয়। বার্লিনের দেওয়াল ভাঙার সময় যাতে কমিউনিস্ট বিশ্বে কোনও প্রতিক্রিয়া না ঘটে, তার দায়িত্ব নিয়েছিলেন গর্বাচেভ।
United Nations-এর প্রধান আন্তোনিও গুতেরেস তাঁর শোকপ্রস্তাবে লিখেছেন, ”বিশ্বে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গর্বাচেভ। ঠান্ডা যুদ্ধের অবসান ঘটিয়ে তিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।”
গর্বাচেভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন।