নিয়মরক্ষার লড়াইয়ে নিজেদের লীগের শেষ ম্যাচে মুখোমুখি গতবারের আইপিএল ফাইনালিস্টরা
যদিও আপাত দৃষ্টিতে দেখতে গেলে সেরকম কোনো গুরুত্ব নেই আজকের ম্যাচের তবুও দুই দলই চাইবে অন্তত আর দুটি পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করতে এই বছরের মত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, বিকেল ৫টা: আজ আইপিএল ২০২৫ এর ৬৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লীগ থেকে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এখনো অবধি আইপিএলে দুই দল ২৯ বার মুখোমুখি হয়েছে যেখানে কলকাতা জয়ী ২০টিতে এবং সানরাইজার্স জয়ী মাত্র ৯টিতে।
সিজনের প্রথম ম্যাচে ৮০ রানে জয়লাভ করেছিল নাইট বাহিনী কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে সানরাইজার্স এমনটিও ভাবছেন অনেকে।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে কামিন্সের হায়দ্রাবাদ এবং ৭ এ রয়েছে রাহানের কলকাতা
যদিও আপাত দৃষ্টিতে দেখতে গেলে সেরকম কোনো গুরুত্ব নেই আজকের ম্যাচের তবুও দুই দলই চাইবে অন্তত আর দুটি পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করতে এই বছরের মত