প্রয়াত প্রবীন ইতিহাসবিদ রণজিৎ গুহ

১৯৫৯ সালে তিনি ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি দেন এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন।

April 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রয়াত ইতিহাসবিদ রণজিৎ গুহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৩ মে তাঁর ১০০ বছর পূর্ণ হওয়ার আগেই আজ শুক্রবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহ।

রণজিৎ গুহ ২৩ মে, ১৯২৩ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় স্বপরিবারে কলকাতায় চলে আসেন। ১৯৫৯ সালে তিনি ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি দেন এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। শেষ পর্যন্ত তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করতেন। এবং অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরাধীন ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে তাঁর আকর গ্রন্থে দেশের গণতান্ত্রিক বোধে কৃষকের ভূমিকা মেলে ধরেন রণজিৎ। আমৃত্যু জ্ঞানচর্চার পথই আঁকড়ে ছিলেন তিনি। ইতিহাসবিদ রণজিৎ গুহকে নিম্নবর্গের ইতিহাস অধ্যয়ন-এর (Sub altern studies) ‘গুরু’ হিসেবে মনে করেন ইতিহাসবিদরা। তাঁর ছাতার নীচেই দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র, গায়ত্রী স্পিভাক চক্রবর্তী প্রমুখ নিম্নবর্গের ইতিহাস চর্চায় ব্রতী হয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen