সাড়ে চার বছরে প্রশ্ন শুন্য, তবু ‘হাঙ্গামা’য় সরব, বিধানসভায় বিরোধী দলনেতার নজিরবিহীন অধ্যায়
২০২১ সালের ভোটের পর সপ্তদশ বিধানসভায় প্রবেশ করে বিজেপি (BJP)। তখন তাঁদের বিধায়ক সংখ্যা ছিল ৭৭, যা এখন নেমে এসেছে ৬৫-তে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: পশ্চিমবঙ্গের পরিষদীয় ইতিহাসে বিরল এক নজির তৈরি হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা হয়ে গত সাড়ে চার বছরে একটিও প্রশ্ন করেননি তিনি। মুখ্যমন্ত্রী, মন্ত্রীসভা বা শাসকদলের সিদ্ধান্ত-কোনও বিষয় নিয়েই প্রশ্নোত্তর পর্বে তাঁর অংশগ্রহণ নেই। সরকারি নথি বলছে, বিরোধী দলনেতার অবদান সীমাবদ্ধ থেকেছে মূলত হট্টগোলেই।
২০২১ সালের ভোটের পর সপ্তদশ বিধানসভায় প্রবেশ করে বিজেপি (BJP)। তখন তাঁদের বিধায়ক সংখ্যা ছিল ৭৭, যা এখন নেমে এসেছে ৬৫-তে। দলের ভেতরে অসন্তোষও কম নয়। বিজেপির একাংশ বিধায়ক অভিযোগ তুলেছেন, বিরোধী দলনেতা নিজে কোনওদিন প্রশ্ন না করায় অনেকেই তাঁর পথ অনুসরণ করেছেন। ঘনিষ্ঠ মহল অবশ্য দাবি করছে, প্রশ্নোত্তরে সক্রিয় না হলেও বিতর্ক, মুলতুবি প্রস্তাব ও বিভিন্ন ইস্যুতে তিনি অংশ নিয়েছেন।
বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান মন্তব্য করেন,
“পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে কম কথা বলাই ভালো।”
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও সরব। তাঁর অভিযোগ, “শুভেন্দুবাবু বিধানসভায় প্রশ্ন তোলেন না। শুধু ব্যক্তিগত আক্রমণ আর হাঙ্গামা করে প্রচারে থাকতে চান। বিরোধী দলনেতার কাজ গঠনমূলক সমালোচনা করা, কিন্তু তিনি তা এড়িয়ে চলেছেন।”