দিল্লি, মুম্বইকে পিছনে ফেলে দ্বিতীয় এসি কেনায় এগিয়ে কলকাতা!

এবারের গরমে নাজেহাল হয়েছে বঙ্গবাসী।

August 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের গরমে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। রেহাই পেতে এসি কিনেছেন বহু মানুষ। মোটা অঙ্কের বিদ্যুৎ বিলের জেরে বেড়ে খরচ। এক একটি দোকান কয়েক হাজার থেকে কয়েক লক্ষ এসি বিক্রি করেছে এবারের গরমে। অর্ডার ডেলিভারি দিতে ঘুম ছুটেছে তাদের। একটা এসি-তে গরম সামলাতে না পেরে দু’টো কিনেছেন অনেকেই। একটি সমীক্ষা বলছে, বাড়িতে দ্বিতীয় এসি আনার হিসেবে দিল্লি-মুম্বইকে টেক্কা দিয়েছে কলকাতা।

এসি কেনা ও তার ব্যবহারের উপর দেশে সমীক্ষা চালিয়েছে গোদরেজ। দেখা যাচ্ছে, কলকাতার ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন, বাড়িতে দু’টি এসি রয়েছে। দিল্লিতে হার ৪৮ শতাংশ। মুম্বই এবং চেন্নাইতে যথাক্রমে ৪৪ এবং ৪৬ শতাংশ। জয়পুর বা আহমেদাবাদের মতো শহরে দু’টি এসি থাকার হার যথাক্রমে ৩৮ এবং ৩৬ শতাংশ।

সমীক্ষায় বলা হয়েছে, একাধিক এসি থাকলেও বিদ্যুৎ বিল বাঁচানোর ক্ষেত্রে অনেকটাই সচেতন কলকাতা। ৫৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের বিদ্যুৎ বিল ক্রমশ বাড়ছে। সারা বছর যে অঙ্কের বিল তাঁরা মেটান, গরমে তা দ্বিগুণ হচ্ছে। খরচে লাগাম দিতে কলকাতার ৩৪ শতাংশ মানুষ এসিতে টাইমার ব্যবহার করছেন। নির্দিষ্ট সময় পর যাতে এসি নিজে থেকে বন্ধ হয়ে যায়, সে’ব্যবস্থা পাকা করছেন শহরবাসীর একাংশ। ৩০ শতাংশ মানুষের মতে, তাঁরা সারা রাত এসি চালান না। মোটামুটি ঠান্ডা অনুভূত হলে বন্ধ করে দেন। কলকাতার ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, সারা বছর আলাদা আলাদা ঘরে সময় কাটানোর অভ্যাস থাকলেও গরমকালে তাঁরা একই ঘরে থাকার চেষ্টা করেন, যেখানে এসি আছে। সমীক্ষায় গোদরেজের দাবি, গ্রীষ্মে এসি বিক্রি গতবারের তুলনায় সামগ্রিকভাবে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen