দক্ষিণেশ্বর মন্দির সেজে উঠলো লাইট অ্যান্ড সাউন্ডে
মুখ্যমন্ত্রীর বার্তা, যে যাই বলুক না কেন, উন্নয়নের ব্যাপারে তাঁর কোথাও কোনও কার্পণ্য নেই।
November 11, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

স্কাইওয়াকের পর এবার দক্ষিণেশ্বর মন্দির(Dakshineswar Kali Temple) সেজে উঠলো লাইট অ্যান্ড সাউন্ডে।
নবান্ন সভাঘরে দুর্গাপুজোর পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের (Light And Sound) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, কেউ কেউ এসে ছবি তুলবে। তবে সাজিয়ে কিন্তু আমরাই দিয়েছি। সবটাই করে দিয়েছি। এর আগে স্কাইওয়াক করেছি। এবার লাইট অ্যান্ড সাউন্ড হল। সৌন্দর্যায়নের আরও প্রচার করতে হবে।
মুখ্যমন্ত্রীর বার্তা, যে যাই বলুক না কেন, উন্নয়নের ব্যাপারে তাঁর কোথাও কোনও কার্পণ্য নেই।