দুর্ঘটনায় সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি – বিমান দুর্ঘটনা আর কোন কোন বিশ্ব নেতার প্রাণ কেড়েছে?

আকাশপথে প্রতি মুহূর্তে রয়েছে বিপদের আশঙ্কা।

May 21, 2024 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ মে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আকাশপথে প্রতি মুহূর্তে রয়েছে বিপদের আশঙ্কা। এমনই দুর্ঘটনায় প্রান হারিয়েছেন বহু বিশ্বনেতা। জেনে নিন তাঁরা কারা –

ইব্রাহিম রাইসি :

ইব্রাহিম রাইসি

১৯ মে রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সঙ্গে সঙ্গে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ আরও অনেক আরোহী।

লেচ কাকজিনস্কি :

লেচ কাকজিনস্কি

২০১০ রাশিয়ার স্মোলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাকজিনস্কি বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন।

বরিস ট্রাজকভস্কি :

বরিস ট্রাজকভস্কি

২০০৪ সালে মেসিডোনিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট বরিস ট্রাজকভস্কিকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়।

রেনে ব্যারিয়েন্টোস :

রেনে ব্যারিয়েন্টোস

১৯৬৯ সালে নিহত হয়েছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি রেনে ব্যারিয়েন্টোস।

ড্যাগ হ্যামারস্কজোল্ড :

ড্যাগ হ্যামারস্কজোল্ড ছবি সৌজন্যেঃ UNESCO

১৯৬১ সালের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব ড্যাগ হ্যামারস্কজোল্ড।

নেরিউ রামোস :

নেরিউ রামোস

১৯৫৮ সালের ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নেরিউ রামোসকে বহনকারী ক্রুজেইরো এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে তিনি মারা যান।

ল্যাডিস্ল সিকোরস্কি :

ল্যাডিস্ল সিকোরস্কি

১৯৪৩ সালের পোল্যান্ডের সৈনিক এবং নির্বাসিত সরকারের রাষ্ট্রনায়ক ল্যাডিস্ল সিকোরস্কির বিমান বিধ্বস্ত হয়েছিল। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনি।

মার্শাল হোসে ফেলিক্স :

মার্শাল হোসে ফেলিক্স

১৯৪০ সালে দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স।

আরভিড লিন্ডম্যান :

আরভিড লিন্ডম্যান

১৯৩৬ সালে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যান বিমানে করে যাচ্ছিলেন। সেই সময় ঘন কুয়াশার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছিলেন লিন্ডম্যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen