দুই উপনির্বাচনে ভরাডুবির পর্যালোচনায় ডাক পেলেন না লকেট, আবার শুরু জল্পনা

মঙ্গলবার রাজ্য সদর দপ্তর মুরলীধরসেন লেনে বিজেপির নির্বাচনে পরাজয় নিয়ে তদন্ত বৈঠক হয়।

April 19, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পর্যুদস্ত ভারতীয় জনতা পার্টি৷ নির্বাচনে ভরাডুবির কারণ পর্যালোচনা করতে বৈঠকে বসে গেরুয়া শিবির৷ তাতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি থেকে শমীক ভট্টাচার্য৷ কিন্তু ডাক পেলেন না লকেট চট্টোপাধ্যায়৷ গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়ায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ৷ তাঁর দাবি, এমন কোনও বৈঠকের কথা তাঁর জানা ছিল না৷ শুধু লকেট নন, দলের অনেক কর্মকর্তা অনুপস্থিত ছিলেন৷ যদিও বিজেপি নেতৃত্বের একাংশ জানিয়েছেন, যাঁদের প্রয়োজন ছিল তাঁদেরই ডাকা হয়েছে৷

মঙ্গলবার রাজ্য সদর দপ্তর মুরলীধরসেন লেনে বিজেপির নির্বাচনে পরাজয় নিয়ে তদন্ত বৈঠক হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে এই পরাজয়ের কারণ নিয়ে বিভিন্ন নেতৃত্ব আলোকপাত করেন৷ দলের সাংগঠনিক দুর্বলতা পর্যালোচনা বৈঠকে গুরুত্ব পায়৷ আসানসোল লোকসভার উপনির্বাচনের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুফল বলে বর্ণনা করেন৷ তাঁর কথায়, তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে লোককে বলেছে, বিজেপিকে ভোট দিলে সরকারি প্রকল্পের সুবিধা পাবে না৷ কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে৷ স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে৷ মানুষকে ভয় দেখানো হয়েছে৷ স্বাভাবিকভাবেই তৃণমূল তার ফল পেয়েছে৷ বিজেপি কখনও বলে না বিরোধীদের ভোট দিলে উজ্জ্বলা যোজনা বন্ধ হয়ে যাবে৷

আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন করে আন্দোলনের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট-পরবর্তী সন্ত্রাস, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকে সফল করার জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এমনটাই জানিয়েছেন সুকান্তবাবু। তবে কেন লকেট চট্টোপাধ্যায় এই বৈঠকে ডাক পেলেন না তা নিয়ে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি দলের লাইন না মেনে যারা শৃঙ্খলাভঙ্গ করবেন তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে মন্তব্য করেন সুকান্ত মজুমদার৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen