দিলীপের মন্তব্যে আচরণবিধি লঙ্ঘন, বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থীকে নোটিশ কমিশনের
নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে মন্তব্য করে বিতর্ক জড়িয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে দিলীপ ঘোষ। কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। আজ কমিশন তরফে বিজেপি প্রার্থী দিলীপকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়। কমিশন জানিয়েছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন। দিলীপকে শোকজের নোটিশ দেওয়া হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও দিলীপকে শোকজ নোটিশ দেয়। এহেন আচরণের ব্যাখ্যা চাওয়া হয়।
সোমবার কমিশন (ECI) বিবৃতি দিয়ে জানিয়েছে, বিজেপি প্রার্থী অত্যন্ত নিচু মানের ব্যক্তিগত আক্রমণ করেছেন ও আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত করেছেন। ভারতীয় সমাজে মেয়েদের স্থান উঁচুতে, তা স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। মেয়েদের অবস্থানের কোনও ক্ষতি হলে, বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে কমিশন। আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) চলার সময়ে দিলীপকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন।