#BREAKING আসানসোলের বিজেপি প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া
প্রার্থী করা হল বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। তাঁর পুরোনো আসনে এবার প্রার্থী প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে আসানসোলে লোকসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হল। প্রার্থী করা হল বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। তাঁর পুরোনো আসনে এবার প্রার্থী প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আসানসোল (Asansol) আসনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
প্রসঙ্গত, এর আগে ভোজপুরি গায়ক পবন সিংকে আসানসোল থেকে প্রার্থী করে বিজেপি (BJP)। কিন্তু সারা বাংলা হারে প্রতিবাদ ওঠে যে পবন সিং তার একাধিক গানে বাঙালি মহিলাদের অশ্লীলভাবে অপমান করেছেন। এর পরেই পবন সিং জানান যে প্রার্থী হতে তিনি রাজি নন। নানান টালবাহানার পর শেষপর্যন্ত প্রার্থী করা হলো সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (surinderjeet singh ahluwalia)।