‘অপারেশন সিঁদুর’ নিয়ে কাল লোকসভায় বিশেষ আলোচনা

বিরোধী শিবির ‘ইন্ডিয়া’-র হয়ে মুখ খুলতে পারেন রাহুল গান্ধী ), তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫২: বাদল অধিবেশনের (Monsoon session 2025) প্রথম সপ্তাহ কার্যত কার্যহীন হয়েছে। সংসদ (Parliament) বারবার মুলতুবি হয়েছে বিভিন্ন ইস্যুতে।
এরপর স্পিকারের সঙ্গে সর্বদল বৈঠকে আলোচনা হয়ে সংসদ চলার সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে।

আগামীকাল লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে ১৬ ঘণ্টার আলোচনা শুরু।
পহেলগাঁও জঙ্গিহানা এবং পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর আড়াই মাস পেরিয়ে গেলেও জঙ্গিরা এখনও অধরা, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত। তাই এই নিয়ে অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সরকার ও বিরোধীদের সংঘাত চরমে উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লোকসভায় (Loksabha)কাল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, বিরোধী শিবির ‘ইন্ডিয়া’-র হয়ে মুখ খুলতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi), তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, বিরোধী জোট ইতিমধ্যেই এই প্রশ্নগুলি নিয়ে একমত হয়ে কেন্দ্রকে চেপে ধরার পরিকল্পনা করেছে। এর পাল্টা হিসেবে সরকারপক্ষও প্রস্তুতি নিচ্ছে— কীভাবে বিরোধীদের প্রশ্নের মোকাবিলা করা হবে, তা নিয়ে শাসক দলের অন্দরে, দলীয় স্তরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।

আলোচনার শেষে সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে সর্বসম্মত একটি প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের মতে, মোদী সরকার এই রেজলিউশনের মাধ্যমে গোটা বিশ্বের সামনে এই বার্তা দিতে চায়, যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত একজোট এবং অটল।তবে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের বার্তা দিয়েই শাসক ও বিরোধী দুই পক্ষ আলোচনা শেষ করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen