সকলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিতে চাইছে BJP?

যুদ্ধকালীন তৎপরতায় বিজেপি শীর্ষ নেতৃত্ব দলকে তৈরি রাখছে, তার কারণ প্রতিপক্ষকে প্রথম থেকেই ভোটের ময়দানে ব্যাকফুটে ঠেলে দেওয়া

February 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ছিনিয়ে আনতে হবে জয়, সেই লক্ষ্য নিয়েই প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের রাষ্ট্রীয় অধিবেশনেও জগৎপ্রকাশ নাড্ডা (J.P Nadda), অমিত শাহ (Amit Shah) এবং স্বয়ং নরেন্দ্র মোদী দলের অবস্থান ও রণকৌশল বিস্তারিতভাবে জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে ১১ হাজার প্রতিনিধিকে। এই যে যুদ্ধকালীন তৎপরতায় বিজেপি শীর্ষ নেতৃত্ব দলকে তৈরি রাখছে, তার কারণ প্রতিপক্ষকে প্রথম থেকেই ভোটের ময়দানে ব্যাকফুটে ঠেলে দেওয়া। আর সেই লক্ষ্যপূরণের প্রধান মাধ্যম হতে চলেছে সকলের আগে প্রার্থী তালিকা ঘোষণা।

দক্ষিণ ভারতের আসনগুলিতে প্রার্থী ঘোষণা কিছুটা পরে হবে। কারণ, অন্য দল থেকে প্রার্থী আগমনের আশা। যেহেতু এককভাবে সব আসনে লড়াই করতে পারবে দক্ষিণে কর্ণাটকে এরকম কোনও রাজ্য নেই। পক্ষান্তরে উত্তর ও পশ্চিম ভারতের প্রার্থী তালিকা প্রায় চুড়ান্ত। খুব বেশি অদলবদল হবে না। পূর্ব ভারতের ক্ষেত্রেও কিছুটা সময় নেওয়া হচ্ছে। কারণ একই। বিরোধী দল আরও ভাঙার আশা করা হচ্ছে। তবে বিরোধীদের আগেই ময়দানে যে বিজেপি (BJP) প্রার্থী নিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা নিশ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen