লোকসভা ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী কারা? দেখে নিন এক নজরে

আংশিক নয়, একেবারে ৪২ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল।

March 10, 2024 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আংশিক নয়, একেবারে ৪২ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সব মিলিয়ে ৪২ আসনে ২৬ জনই নতুন মুখ। তালিকা রয়েছেন বারো জন মহিলা প্রার্থী। হার প্রায় ২৯ শতাংশ।

তৃণমূলের তালিকায় মহিলা প্রার্থীরা হলেন:

বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার:

বারাসাত কেন্দ্রের তিনবারের সাংসদ। দীর্ঘদিনের রাজনীতিক এই চিকিৎসক।

বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার:

একেবারে নতুন মুখ।

বীরভূম থেকে শতাব্দী রায়:

বীরভূম থেকে টানা তিনবার জিতে দিল্লি গিয়েছেন অভিনেত্রী সাংসদ।

বিষ্ণুপুর থেকে সুজাতা মণ্ডল:

একুশের বিধানসভায় হারলেও, পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে জয়ী হয়েছেন। লড়াকু মানসিকতা বাড়তি সুবিধা দেবে।

আরামবাগ থেকে মিতালি বাগ:

নতুন মুখ তুলে আনা হল।

হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়:

অভিনেত্রী, রাজনীতির ময়দানে নবাগতা। গ্রাম বাংলায় জনপ্রিয়তা ইউএসপি হতে চলেছে।

যাদবপুর থেকে সায়নী ঘোষ:

একুশের হারের পর থেকে যুব সংগঠনে কাজ করছেন। অভিনেত্রী পুরো দস্তুর নেত্রী হয়ে উঠেছেন।

জয়নগর থেকে প্রতিমা মণ্ডল:

দীর্ঘদিনের সাংসদ। ওই একই কেন্দ্রের সাংসদ।

কলকাতা দক্ষিণে মালা রায়:

কলকাতা দক্ষিণের সাংসদ প্রবীণ রাজনীতিক।

কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র:

সাংসদে মহুয়ার ভাষণ ঝড় তোলে। সদ্য তাঁর সংসদ পদ খারিজ হয়েছে, ফের ওই একই আসনে তাঁকে প্রার্থী করল তৃণমূল।

মেদিনীপুর থেকে জুন মালিয়া:

একুশের নির্বাচনের প্রাক্কালে রাজনীতিতে হাতেখড়ি, প্রথম লড়েই বিধায়ক। এবার মেদিনীপুর আসনে লড়বেন।

উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ:

দীর্ঘদিনের সাংসদ, উলুবেড়িয়ার বিদায়ী সাংসদ তিনিই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen