‘ভারতকে দেখুন, কী নোংরা!’-ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কের চূড়ান্ত পর্বে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প।

October 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতের বাতাস ‘নোংরা’। কেবল ভারতই নয়, চিন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ। জলবায়ু পরিবর্তন (Climate Change) সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে এভাবেই এই তিন দেশের সমালোচনা করতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কের চূড়ান্ত পর্বে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার ভারতে আসছেন দুই দেশের মধ্যে অংশীদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে। এর মধ্যেই ভারত সম্পর্কে এমন মন্তব্য করে বসলেন ট্রাম্প।

এদিন ট্রাম্প বলেন, ‘‘চিনকে দেখুন। রাশিয়াকে দেখুন। দেখুন ভারতকে। বাতাস কী নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচানোর দরকার ছিল। তাছাড়া আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করা হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি প্যারিস চুক্তি রক্ষা করার জন্য লক্ষ লক্ষ চাকরি, হাজার হাজার সংস্থাকে ছাড়তে পারব না। এটা খুবই অন্যায় হবে।’’

এই নিয়ে দ্বিতীয় বার এই বিতর্কে ভারতের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিডেনের সঙ্গে প্রথম বিতর্কের সময় ভারতের করোনা পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, তখন জানাই, আপনি জানেন না চিনে কত মানুষ মারা গিয়েছেন, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছেন। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’’

ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে। ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে ‘বন্ধুত্বের ফল’ কিংবা ‘হাউডি মোদির পরিণাম’ বলে কটাক্ষ করেন তিন‌ি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen